বিআইডব্লিউটিএতে বড় নিয়োগ | |
---|---|
প্রতিষ্ঠানের নাম | বিআইডব্লিউটিএ |
চাকরির ধরন | সরকারি চাকরি |
চাকরির খবর | দেশী মিডিয়া পয়েন্ট |
আবেদনের শেষ সময় | ১৯ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত। |
প্রতিষ্ঠানের নাম: বিআইডব্লিউটিএ
১.পদের নাম: সহকারী পরিচালক (মানবসম্পদ), সহকারী পরিচালক (ওঅ্যান্ডএম), সহকারী পরিচালক (যানবাহন), সহকারী পরিচালক (সমন্বয়), সহকারী পরিচালক (প্রশাসন), প্রশাসনিক কর্মকর্তা, সহকারী পরিচালক (শ্রম ও কল্যাণ), নৌ কর্মচারী কর্মকর্তা, সহকারী পরিচালক (নৌ ও ক্রয়), সহকারী পরিচালক (বন্দর), সহকারী পরিচালক (নৌনিরাপত্তা ও ট্রাফিক), সহকারী পরিচালক (বৈদেশিক পরিবহন), সহকারী বন্দর কর্মকর্তা, ল্যান্ড অফিসার, অ্যাকুইজিশন অফিসার, সমন্বয় কর্মকর্তা
পদসংখ্যা: ৬
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)
২. পদের নাম: সহকারী পরিচালক (মেরিন সেফটি)
পদসংখ্যা: ৩ বয়স: ২১ থেকে ৩২ বছর।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৩. পদের নাম: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ১২ বয়স: ২১ থেকে ৩২ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৪. পদের নাম: নদী জরিপকারী
পদসংখ্যা: ৬
বয়স: ২১ থেকে ৩৫ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৫. পদের নাম: সহকারী নৌ–স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা
পদসংখ্যা: ২
বয়স: ২১ থেকে ৩২ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯
আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ১২ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা; ১৩ থেকে ১৭ নম্বর পদের জন্য ১৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা; ১৮ থেকে ৩৯ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ৪০ থেকে ৪৭ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা; অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য (সব গ্রেড) ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (http://biwa.teletalk.com.bd/) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত এই লিংকে (https://biwta.gov.bd/sites/default/files/files/biwta.portal.gov.bd/job_information/1407a70c_c37c_4888_8c35_45d81f96bc4a/2025-01-15-04-30-90f2a137f0d66c5121a462d0de3786a3.pdf) জানা যাবে।